1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার মানিকগঞ্জে নবগঠিত কমিটি শহিদ জিয়া পরিষদে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জে প্রবাসী ও যুবসমাজের অর্থায়নে কাঁচারাস্তা সংস্কার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আপেলে খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র শর্টগান উদ্ধার মানিকগঞ্জের গড়পাড়ায় জমি নিয়ে বিরোধে এক পরিবারে বিদ্যুত বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে পরিবারটি বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দুই উপজেলায় মানববন্ধন মানিকগঞ্জে ১০ম গ্রেড ও শতভাগ  পদোন্নতির দাবি সহকারী শিক্ষকদের মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত, আহবায়ক জাহাঙ্গীর, সদস্য-সচিব শাহানুর পাঁচ দেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ কাজে সফল হওয়ার জাপানি নীতি

মানিকগঞ্জের ভাটবাউর পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনিছুর রহমান নামের এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৩৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় আনিছুর রহমান (৬০) নামের এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনিছুর রহমান গুরত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

থানায় অভিযোগ সূত্র ও লুৎফর এন্টারপ্রাইজের মালিক জানান,কালিয়ানী ব্রীজের নিকট ১০০ গজ উত্তরে আমার স্বত্বদখলীয় ভুমির কতকাংশে মাটি ভড়াট করিয়া টিনসেট ঘর উত্তোলন করিয়াছি। বর্তমানের আমার উক্ত ভূমির বাকী অংশে মাটি ভড়াটের প্রয়োজন হইলে, বিভিন্ন স্থানে মাটি ক্রয়ের বিষয়ে আলোচনা করি। উক্ত বিষয় অবগত হইয়া মো: আনোয়ার মোল্লা, মো: আরমান মোল্লা, মো: হানিফ মোল্লা, কাশেম মোল্লা, আজাদ, রশিদ মোল্লা, উভয় সাং ছোট ভাটবাউর সহ অজ্ঞাত ৭/৮ জন আমার ম্যানেজারের নিকট বলে যে, এর আগে মাটি ভাড়াটের সময় টাকা দেস নাই, এবার বাকী জায়গা মাটি ভড়াট করতে হইলে আমাদের পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হইবে। নইলে এখানে মাটি ফেলতে দিব না। আমার ম্যানেজার টাকা দিতে অস্বীকার করিলে উপরোক্ত ব্যক্তিগণ খুন জখমের হুমকী দিয়ে চলে যায়।

আমি আমার সিদ্ধান্তমতে আমার স্বত্বদখলীয় ভূমিতে মাটি ভড়াট শুরু করি এবং উক্ত কাজে আমার ম্যানেজার মো: আনিছুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দেই। গতকাল সকাল ১০ ঘটিকার সময়ে উক্ত সন্ত্রাসীদল বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া আতর্কিতভাবে কালিয়ানি ব্রীজ থেকে ১০০ গজ উত্তরে হাতের বাম পাশ্বে মাটি ভড়াটের সময় আমার ম্যানেজার আনিছুর রহমানকে ঘেরাও করিয়া পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না পাইলে মাটি ভড়াট করতে দিবেনা মর্মে হুমকি প্রদান করে। আমার ম্যানেজার উক্ত পরিমান চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এক পর্যায়ে আমার ম্যানেজারের গলায় ছুরি ধরিয়া তার কাছে থাকা দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয় লোকজন আমার ম্যানেজারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করিয়া ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আনিছুর রহমান হাসপাতালের ৬ তলার সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এঘটনায় গত ২/১১/২০ ইং তারিখে মানিকগঞ্জ    সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে লুৎফর এন্টারপ্রাইজের মালিক।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury