স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নতুন করে আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৮৫ জনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অক্টোবর মাসের ৩১ ও নভেম্বর মাসের ১ তারিখে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৮১ জন ব্যক্তির নমুনা ল্যাবে পাঠানো হয়। সোমবার এ সকল নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেস মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন, সাটুরিয়া উপজেলায় ৩ জন, ঘিওর উপজেলায় ৩ জন এবং সিংগাইর উপজেলায় ১ জন।
জেলায় আক্রান্ত ১৫৮৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০৭ জন।