নুসরাত জাহান তমিনা:
আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে জেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন দোকানে , বাসষ্ট্যান্ড পৌর সুপার মার্কেট, ফলপট্টির দোকান, দোয়েল মার্কেট, পৌর হকার্স মার্কেট, রাজ হোটেল, রহমান মার্কেটসহ বাসষ্ট্যান্ড এলাকার দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা মাশায়েক পরিষদের মহাসচিব ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বশির রেজা, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান, নয়াকান্দি এলাকায় মানিকগঞ্জ টেক কেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো: আয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: লাবলু মিয়া, বাজার বনিক সমিতির সহ সভাপতি হানিফ আলী, পৌর সুপার মার্কেট মালিক সমিতির নেতা হুমায়ন কবির হিমু, মত্ত স্কুলের প্রধান শিক্ষক মো: লাল মিয়া,আইজুদ্দিন মাতাব্বর, নীল চাঁন মাতাব্বর, বাবর আলী, আলী হোসেন, তপা খান মজলিশ, মানিকগঞ্জ জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, সহ সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শেখ শিরিন সোহাগ মুক্তা, যুগ্ম সম্পাদক শাহাজাদী আক্তার কল্পনা, যুগ্ম সম্পাদক সালমা আক্তার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লাল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম সোহাগ, পৌর যুবলীগের অন্যতম নেতা মশিউর রহমান, ইমন চৌধৃুরী রনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অভিজিৎ সরকার, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য আছিবুল ইসলাম ত্রোয়, মানিকগঞ্জ হ্যালোবাইক মালিক সমিতির সভাপতি সুজন খন্দকারসহ বিভিন্ন মার্কেটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ শেষে মেয়র প্রার্থী সুলতানুল আজম খান আপেল বলেন, অপরিকল্পিতভাবে মার্কেট নির্মান করায় অনেক মার্কেট ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে। এটা খুবই দু:খজনক। এতে বাসষ্ট্যান্ড এলাকায়ই কয়েক হাজার দোকান ব্যবসায়ীর অপুরনীয় ক্ষতি হয়েছে।আমি যদি আপনাদের ভোটে মেয়র হতে পারি তাহলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পরামর্শ করে আপনারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থা করবো। তিনি আরো বলেন, সাবেক মেয়র রমজান আলী কয়েকটি পৌরসভা কর্তৃক মার্কেট নির্মান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেট ভারী করেছে।মার্কেটের কাগজপত্র ঠিক রাখেন নাই। যার কারনে এই মার্কেটগুলো ভাংঙ্গা পড়েছে। এতে হাজার হাজার দোকান মালিক পথে বসেছে।