স্টাফ রিপোর্টার
ঢাকা-আরিচা মহাসড়ক ঘেষা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ডে প্রিয়জন ডিপার্মেন্টাল ষ্টোর নামে এক কাপড় দোকানে দুর্ধর্ষ চুরী হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে পন্যবাহী পিকআপ নিয়ে দুর্বৃত্তরা দোকানের সার্টারের তালা ভেঙ্গে শাড়ী কাপড়সহ অনান্য মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ছালিম ভুইয়া বলেন, প্রতিদিনের মতো সারা দিন দোকানের বেচা কেনা শেষ করে রাতে সার্টার বন্ধ করে তালা দিয়ে বাড়িতে চলে যাই। বুধবার সকালে দোকান খুলতে গেলে সার্টারের তালা ভাঙ্গা ও একটি সার্টার খোলা দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি দোকানের মালামাল সব কিছু তছনছ করা। দামী সব শাড়ী কাপড়সহ বিপুল মালামাল দৃর্বৃত্তরা লুটে নিয়ে গেছে। তিনি আরো বলেন,গেল দুই সপ্তাহে প্রায় ৪ লাখ টাকার মালামাল দোকানে উঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে দোকান থেকে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। কিভাবে দুর্বৃত্তরা দোকানের কাপড় ও মালামাল লুট করেছে পাশের দোকানে সিসি ক্যামেরা তা ধরা পড়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
এ ব্যাপারে ঘিওর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, বানিয়াজুরী বাসষ্ট্যান্ডের প্রিয়জন ডিপামেন্টাল ষ্টোর নামে এক কাপড় দোকানে চুরীর ঘটনা শুনেছি। তবে বুধবার দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।