উন্নত ও আদর্শ সাটুরিয়া গড়তে জনগনকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
বুধবার বিকেলে সাটুরিয়া সরকারী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাতেমা-তুজ জোহরা, সাটুরিয়া উপজেলা আওয়ামীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন মাস্টার, সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মিঞা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সাটুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।