1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

মানিকগঞ্জে আইরমাড়া মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৬৯২ বার দেখা হয়েছে

স্টাফ রিটোর্পার :

“খেলাধূলা  ও সাংস্কৃতিক চর্চা করি, মাদক মুক্ত সমাজ গড়ি”  এই স্লোগানে মানিকগঞ্জ সদর উপজেলার আইরমাড়া  মিতরা স্পোটিং ক্লাব এর উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন।

 

এতে প্রধান অতিথি  বক্তব্য রাখেন  বাংলাদেশ সচিবালয়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের  প্রশাসনিক কর্মকর্তা মো: আক্তার হোসেন (মুকুল)।  আইরমারা -মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের সভাপতি মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহীন তারেকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আইরমারা -মিতরা স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক মো: আখতার হোসেন।  শুক্রবার বিকালে মিতরা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৯ সদস্য বিশিষ্ট মাঠ পরিচালনা কমিটির আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো: আসলাম হোসেন, বেতিলা-মিতরা ইউপি সদস্য  মো: লৎফর রহমান আনোয়ার (শাহীন), ইট ভাটার মালিক মো: মিজানুর রহমান, উত্তরা ব্যাংক লি: সিনিয়র অফিসার এমদাদুল জুয়েল হোসেন, বাড়াই ভিকরা বিশিষ্ট সমাজসেবক মো: ইকবাল মিয়া. বিশিষ্ট ব্যবসায়ী মো: রাজা মিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাক লি: সিনিয়র অফিসার মো: মোশারফ হোসেন, মিতরা মিলনস ফিলিং স্টেশন মালিক মো: সোরহাব হোসেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ আলী,অগ্রণী ব্যাংক লি: এর সিনিয়র অফিসার মো: আব্দুর রহিম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো: মোস্তফা খান, আইরমারা-মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো: শাহীনুর রহমান খান (দিনার), মহিউদ্দিন খান হাবু, আজিম খান, কহিনুর ইসলাম, আল-মামুন খান, জাকির হোসেন, আব্দুল হালিম, দিনার খান, তুহিন মিয়া, ও ফিরোজ খানসহ আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টি ক্লাবের সকল কর্মকর্তা,সদস্য ও এলাকাবাসী।

 

উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে গোল্ডেন বয়েজকে-১ .২ গোলে হারিয়ে সুপার বয়েজ চ্যাম্পেয়ন হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো: আক্তার হোসেন (মুকুল) বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। খেলাধূলা করলে মানুষের শরীল ও মন ভালা থাকে। আইরমারা -মিতরা স্পোটিং ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই  এ ধরনের একটি উৎসব মুখর খেলা উপহার দেওয়ার জন্য। আগামীতেও আরো বেশি করে  এ ধরনের খেলা মানুষের মাঝে উপহার দিতে পারে প্রত্যাশা রাখেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury