স্টাফ রিপোর্টার :
করোনা সংকট মোকাবেলায় মানিকগঞ্জের সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই),হ্যানসেনিটাইজার ও মাস্ক দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আজ (রবিবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে পিপিইসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। ইউএনডিপির অর্থায়নে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির ফোকাল পারসন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সিনিয়র সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সহ সভাপতি মাহাবুব আলম জুয়েল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, সাবেক সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি কাবুল উদ্দিন খান, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেনসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা করোনা সংকটকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হয়। এই দু:সময়ে সাংবাদিকদের করোনা থেকে মুক্ত রাখতে সাংবাদিকদের জন্য পিপিইসহ অন্যাণ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন এর জন্য মানিকগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। করোনাকালীন সময়ে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান।