স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১২ টার দিকে দীর্ঘ তিনমাস প্রশিক্ষণ শেষে ২০ জনকে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান।
বিনামূল্যে মেশিন বিতরণকালে প্রধান অতিথি বলেন, আপনারা যারা দীর্ঘ তিনমাস কষ্ট করে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন তাদের কাজকে তরান্বিত করতে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই মেশিন দেয়া হলো।
তিনি আরো বলেন, এই করোনাকালে এটা হতে পারে আপনাদের আয়ের আরো একটা ভালো উৎস। তাই আপনারা এই সেলাই মেশিনের সঠিক ব্যবহার করে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন।
এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রফিকুল ইসলাম পরান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: সায়েদুর রহমান, গড়পাড়া ইমাম বাড়ীর পীর সাহেব শাহজাদা রহমান বাদল প্রমুখ।