স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ড্রেজার মেশিনটি ধ্বংস করে প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এই দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খলসি ইউনিয়নের রৌহা গ্রামের শিকদার মাস্টারের ছেলে আশরাফুল আলম (৩২) এবং আসলাম শেখের ছেলে শাহিন হোসেন (২৪)।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে আশরাফুল আলমকে ছয় মাস ও শাহিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।