স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের কালেক্টরেটের সহকারী সমিতি (বাকাসস) এর কর্মরত কর্মচারীদের গ্রেড ১৩ ও ১৬ পদবী পরিবর্তনসহ গেড উন্নীতকরণের দাবীতে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে র্যালি প্রদক্ষিণ শেষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির জেলার সভাপতি কে এম ফেরদাউস, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অফিস সহকারী নিপা কৈতসহ (বাকাসস) সমিতির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন আমাদের দাবি মানা না হলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।