স্টাফ রিপোর্টার:
করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১০ টার দিকে ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
এসময় সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল অমিন আখন্দ, মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আরশাদ উল্লাহ্, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। সেবা সপ্তাহ উপলক্ষে জেলা ব্যাপী প্রচার ও সকল সেবা কেন্দ্র হতে মা ও শিশুর স্বাস্থ্য, কৈশরকালীন স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।