শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড কসমেটিকস লিমিটেড এর হরিরামপুর উপজেলা শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজলার ঝিটকা বাজারে কানাই সাহার তিনতলা ভবনের নিচতলায় শাখা অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেলস অফিসার মো. সুজাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডাবল জি এম ফিরোজ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, মার্কেটিং অফিসার সিরাজুল ইসলাম, শাহিন আহমেদ, তরুণ উদ্যোক্তা মো.সিপন, মো. সুজন, কামিং সেলস অফিসার মো. হৃদয় বিশ্বাস, মো. সুরুজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আলম বলেন, দেশী পণ্যে থাকবো বেশ, গড়বো মোরা এক্সিলেন্ট বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৩ সালে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর পথচলা শুরু।
বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড কসমেটিকস লিমিটেড দেশব্যাপী ই-কমার্স ও ট্রেডিশনাল মার্কেটিং শুরু করে। বর্তমানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বাস্থ্য, সৌন্দর্য্য ও সম্পদ এই তিন বিভাগে নিজস্ব কারখানায় উৎপাদিত বিভিন্ন প্রাকৃতিক পণ্য ১ লক্ষ ১৫ হাজার কর্মীর মাধ্যমে সারাদেশে বিপণন করছে বলেও জানান তিনি