স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ৩ উপজেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭১ জনে।
রবিবার (৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার (৫ ডিসেম্বর) ৭৫ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ওইসব নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন, সিংগাইর উপজেলায় ২ জন ও শিবালয় উপজেলায় ১ জন রোগী রয়েছেন। এ পর্য়ন্ত জেলায় ১৩ হাজার ৫৩২ জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এদের মধ্যে ১ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় ২৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।