মানিকগঞ্জ: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সহ সভাপতি মাহাবুব আলম জুয়েল,সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, যুগ্ন সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক রিপন আনছারী, প্রেসক্লাবে সদস্য মো: ইউছুফ আলীসহ সাংবাদিক বৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে নার্সিং ইনস্টিটিউটে তারা করোনার ১ম ডোজ গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তারা বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে ভয়ের কিছু নেই। টিকা নেওয়ার পর তাদের শরীরে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। আল্লাহর রহমতে কোন সমস্যা হবেনা। তারা আরো বলেন, টিকা গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি যতটুকু ছিল, এখন একেবারেই নেই। এখন টিকা নেওয়ার জন্য লাইন ধরে মানুষ আসছে। উৎসবমুখর পরিবেশে তারা টিকা গ্রহণ করছেন।