স্টাফ রিপোর্টার
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার সহীত মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে “মানিকগঞ্জ জেলা ভূমি সার্ভেয়ার এসোসিয়েশন”।
দিনের শুরুতেই মহান ভাষা শহীদ দিবসে শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে শোক র্যালী করে সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি কাজীমুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক কে.এম কাউছার কারাইজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য ২০১৫ সাল থেকে সকল জাতীয় দিবস পালন করে আসছে সংগঠনটির নেতাকর্মীরা।