অভি হাসানঃ
ছদ্মবেশে পালিয়ে থাকা চৌদ্দটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি সোহেল রানাকে(৪০) গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকার প্রাইম হাসপাতালের সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মোহাম্মদ কোমেদ আলীর ছেলে । তিনি বরুন্ডি এলাকার দুইটি ইটভাটা এমএসবি-১ এবং এমএসবি-২ এর মালিক।
পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য চেক প্রদানের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা গ্রহণ করেছেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী পাওনাদারেরা আদালতে মামলা দায়ের করেন।মামলার পরপরই সোহেল রানা আত্মগোপন করে সাভারের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন।আদালত ১৪ টি মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিশেষ নজরদারি, গোপন অনুসন্ধান, ও তথ্য প্রযুক্তি ব্যাবহার করে সোহেলকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ। নয় মাস আগেও তাকে ১২ টি মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিলো। কয়েক মাস কারাগারে থাকার পর সোহেল জামিনে বেরিয়ে গা ঢাকা দেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনা সদর থানার এসআই টুটুল উদ্দিনের নেতৃত্বে এসআই সোহেল রানা,এএসআই ইমরান হাসানের সহযোগিতা আসামিকে গ্রেফতার করা হয়।আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।