হাসান সিকদার, বিশেষ প্রতিনিধিঃ
ক্রয় রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে মানিকগঞ্জে দুটি ইলেকট্রনিকস দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা শহরের পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দুটি দোকানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সরকার ঘোষিত লোডশেডিং এর কারণে চার্জার ফ্যান এবং লাইটের চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দামে এসব পণ্য বিক্রয় করছে-এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জেলা শহরের বিভিন্ন দোকানে অভিযানে যাই। অভিযানে দেখা যায়, পৌর মার্কেটের ‘অভি ইলেকট্রনিকস’ নামের দোকানে ৭০০ টাকার ফ্যান বিক্রয় করা হয়েছে ১১৫০ টাকা এবং বাসস্ট্যান্ডে ‘আইয়ুব ইলেকট্রনিকস’ নামের দোকানে ৩৭০০ টাকার ফ্যান বিক্রয় করা হয়েছে ৪৪০০ টাকা। ক্রয়-রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৭০০০ টাকা করে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।’
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং ৩৮ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।