1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২২ জুন ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মানিকগঞ্জে জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে মানব পাচার মামলায় আটক স্বামী স্ত্রী মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সিংগাইরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, গুরুতর আহত পাঁচজন ‘‘ঢাকার এত কাছাকাছি হয়েও মানিকগঞ্জ আজও উন্নয়নের দিক থেকে অবহেলিত’’- আফরোজা খানম রিতা সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহ হামলাকারীর মূলহোতা ইয়াবা সালাম কারাগারে মানিকগঞ্জে বিজেআরআইয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অংশীজনের সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী কবির হোসেনকে বেধরক মারধর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার ইন্তেকাল

কক্সবাজারের কথা বলে বেলজিয়াম ভ্রমণে ইউপি চেয়ারম্যান!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও ছুটি না নিয়ে বিদেশ ভ্রমণের অভিযোগ পাওয়া গেছে। তবে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে কিছুই জানেন না ইউনিয়নের অন্যান্য সদস্যরা। রেজ্যুলেশন ছাড়াই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ১নং ওয়ার্ড মেম্বার মো. শেখ পান্নু।

জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেলজিয়াম ভ্রমণে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মতে কোন প্রতিনিধি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি ও ছুটি নিয়ে যাওয়ার বিধান থাকলেও তিনি তার কিছুই মানেননি। তিনি কাউকে না জানিয়ে কোরবানির ঈদের একদিন পর কক্সবাজারের কথা বলে বেলজিয়ামে ভ্রমণে রয়েছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল কৌশলে তার ব্যবহারকৃত মোবাইল ফোনটি নিজস্ব মোটরসাইকেল চালক সাদুর কাছে রেখে গেছেন।

গত ২২ দিন ধরে জরুরি প্রয়োজনে ফোন দিয়ে চেয়ারম্যান জলিলকে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন দেশে থাকলেও চেয়ারম্যান রয়েছে বেলজিয়ামে। এতে ভোগান্তিতে পড়ছে ওই ইউনিয়নের সাধারণ জনগণ।

ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমি ঈদের ২ দিন পরে চেয়ারম্যানকে ফোন দিয়ে সালাম দিলে তার মোটরসাইকেল ড্রাইভার সাদু ফোনটি রিসিভ করে। সাদুকে চেয়ারম্যানের কথা জিজ্ঞেস করা হলে সাদু জানান চেয়ারম্যান কক্সবাজার বেড়াতে গেছেন। এরপর থেকে আমি আর চেয়ারম্যানকে দেখি নাই। তিনি আরো বলেন, চেয়ারম্যানের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি আমিই জানি না চেয়ারম্যান কোথায় আছে।

সরেজমিনে পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান শুন্য পরিষদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করছেন ইউপি সদস্য শেখ পান্নু মিয়া।

অলিখিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ পান্নু মিয়া বলেন, আমাকে কোন লিখিত ভাবে দায়িত্ব দেয়া হয়নি। ইউএনও স্যারের মৌখিক  সিদ্ধান্তে জনগণের হয়রানি কমাতে আমি দায়িত্ব পালন করছি। চেয়ারম্যানের সাথে আমাদের কোন যোগাযোগ নেই। চেয়ারম্যানের মোবাইলে ফোন করলে তার মোটরসাইকেল চালক সাদু ফোন রিসিভ করে।

ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সচিব আবজাল হোসেন বলেন,চেয়ারম্যানের সাথে আমার কোন ধরনের যোগাযোগ নেই। কোথায় আছে আমি বলতে পারবো না। তার কোন ছুটি নেয়া আছে কি না তাও আমি জানি না।

এ বিষয়ে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের সাথে পরিষদে গিয়ে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তার ব্যবহারকৃত মোবাইল ফোনে এই প্রতিবেদক ফোন দিলে সাদু নামের লোক ফোন রিসিভ করে। সাদু নামের ওই লোক বলেন,চেয়ারম্যান ২২ দিন ধরে কক্সবাজার আছেন। তিনি চেয়ারম্যানের সাথে যোগাযোগের জন্য আরেকটি ফোন নাম্বার দেন। কিন্তু ওই নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিস্বর পাল বলেন, তিনি কোন ছুটি বা অনুমোদন নেননি। যদি চেয়ারম্যান আব্দুল জলিল বিদেশ ভ্রমণে গিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অলিখিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্থিক লেনদেন বিষয় ছাড়া অন্যান্য কাজ করতে পারবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury