হাসান শিকদার, বিশেষ প্রতিবেদকঃ
মানিকগঞ্জে ০৭ (সাত) গ্রাম হেরোইন, ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক) কেজি গাঁজা, সর্বমোট মূল্য অনুমানিক ১,১৭,৫০০/-(এক লক্ষ সতের হাজার পাঁচশত) টাকার সমপরিমাণ মাদক উদ্ধারসহ ০৭ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানাধীন মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বৈতরা এলাকায় অভিযান পরিচালনা করে রাইয়ান ফেরদৌস অনন্ত (২৫) ও মোঃ বাবুল হোসেন (৩৩) দ্বয়কে ০৭(সাত) গ্রাম হেরোইনসহ আটক করেন।
একই সাথে অপর একটি অভিযানিক দল এসআই সৈয়দ আজহারুল ইসলাম এর নেতৃত্বে সাটুরিয়া থানাধীন তারাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জুলহাস মিয়া (৩৩), মোঃ সাগর (২৩), মোঃ সুরুজ মিয়া (২০), প্রেম কুমার (২৬),কে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং আরও একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন তিল্লী হতে মোঃ এরশাদুল ইসলাম (২২)কে ০১(এক) কেজি গাঁজা সহ আটক করেন। এ বিষয়ে জেলা পুলিশের সূত্রে জানা যায় গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।