মো: মহিদ:
মানিকগঞ্জে পৃথক অভিযানে চার লক্ষ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতাররা হলো- হরিরামপুর উপজেলার শালখাই গ্রামের আরফান খাঁনের ছেলে সৌরভ খাঁন (২১), কৌড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে নাঈম (২৩) এবং শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩৪) ও একই গ্রামের মজনু বেপারির ছেলে মোঃ নুরুল হক (৩০) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির এসআই মোঃ বিল্লাল হোসেন ভূঞা ও এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে হরিরামপুর ও শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ টাকা মুল্যের ২৫ গ্রাম হেরোইন ও ৫০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিরামপুর ও শিবালয় থানায় দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।