মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চিনির মূল্য বৃদ্ধিতে অভিযানে নামে।
আজ সোমবার সকাল ১০ টা থেকে ভোক্ত অধিকারের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামানের নির্দেশনায় মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন।
অবৈধ ভাবে মুজুদ করা ও সরকার নির্ধারিত বেধে দেয়া মূল্যের চেয়ে বেশি রাখায় ও অবৈধ নকল প্রসাধনী বিক্রি করায় ৩ ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ৭০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার বিভিন্ন বাজারে গত এক সপ্তাহ ধরে বাজার স্থিতিশীল রাখার লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে মানিকগঞ্জ ভোক্ত অধিকার অধিদপ্তর।তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর, সিংগাইর, সাটুরিয়া, ঘিওর, শিবালয়ে চিনির মূল্য বেশি ও অবৈধ নকল প্রসাধনী রাখায় ১২ প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আসাদুজ্জামান রুমেল বলেন, সরকারের নির্দেশনায় বাজার স্থিতিশীল রাখার লক্ষে আমরা নিয়মিত বাজার মনিটরিং ও জনস্বার্থে আমাদের এ অভিযান নিয়মিত পরিচালিত