1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

মহামারির আগের অবস্থায় ফিরবে হজ যাত্রীদের সংখ্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স:

করোনা মহামারির আগে যে বিপুল সংখ্যক মুসলমান হজে যেতেন চলতি বছর হাজিদের সেই সংখ্যা ফিরতে পারে। বুধবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির আগে প্রতি বছর লাখ লাখ মুসলিম সৌদি আরবের ইসলামের পবিত্র শহর মক্কা হজে যেতেন। ২০১৯ সালে ২৪ লাখেরও বেশি লোক হজে অংশ নিয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনের মধ্যে সৌদি আরবের এক হাজার জনেরও কম বাসিন্দাকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। ২০২১ সালে শুধুমাত্র সৌদি আরবের প্রায় ৬০ হাজার হজ করেছিলেন। গত বছর প্রায় সারাবিশ্বের মুসলিমদের কিছু বিধিনিষেধ সাপেক্ষে হজের অনুমতি দেওয়া হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া সোমবার সন্ধ্যায় বলেছেন, ‘আমি এই বৈঠকে আপনাদের জন্য দুটি সুসংবাদ নিয়ে এসেছি। প্রথমটি: কোনো বয়সের সীমাবদ্ধতা ছাড়াই মহামারির আগে হজ যাত্রীদের সংখ্যা ফিরে আসা এবং দ্বিতীয়টি: বিশ্বজুড়ে যে কোনো লাইসেন্সপ্রাপ্ত  হজ মিশনকে হাজিদের প্রয়োজন পূরণের অনুমতি দেওয়া।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury