মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা ও জয়রা এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির একাধিক দল। এসময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। আটকরা হলো- রাজবাড়ি জেলার কালুখালি উপজেলার কালিকাপুর খাগজানা এলাকার জাহাঙ্গীর আলম সুজনের স্ত্রী শেফালী বেগম (৩২)। সেফালীর বাবার বাড়ি মানিকগঞ্জ হরিরামপুরের কুটির হাট এলাকায়। সে ওই এলাকার মৃত জমির বেপারীর মেয়ে। আরেক মাদক কারবারির নাম আব্দুল জলিল (৪৭)। সে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকার মৃত গিয়াজ উদ্দিনের ছেলে। ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক কারবারি সেফালির নিকট থেকে ৫৫পিছ ইয়াবা এবং জলিলের নিকট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য তিন লক্ষ ষোল হাজার পাঁচশত টাকা। তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।