মো: মহিদ:
মানিকগঞ্জের শিবালয়ে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার বিকেলে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে র্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তার আসামি সুরুজ মিয়ার (২৪) বাড়ি শিবালয়ের তেওতা এলাকায়। তিনি আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। র্যাব জানায়, পুরাতন বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের জেরে ২০১৪ সালের ২৩ মে বিকেলে শিবালয়ের তেওতা এলাকার টুটুল মিয়াকে সুরুজ মিয়া ও সুজন মিয়াসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তেওতা জমিদার বাড়ির কূপে ফেলে দেয়। পুলিশ এক সপ্তাহ পর ওই কূপ থেকে টুটুল মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এরপর ওই বছরের ১ জুন নিহতের বাবা আরমান আলী বাদী হয়ে সুরুজ মিয়া, সুজন মিয়া, লিটন মিয়া, মোক্তার হোসেন, রাজু আহমেদ ও আবুতালেবসহ প্রায় ১০ জনকে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের শেষ দিকে ওই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৮ সালের শেষ দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ বিচারকি আদলতের বিচারক আসামির অনুপস্থিতে যাবজ্জীবনের রায় দেন। লেফটেন্যান্ট আরিফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের পর সুরুজ মিয়া ঢাকায় আত্মগোপনে চলে যান এবং নিজের জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি-প্রক্রিয়া শেষে তাকে শিবালয় থানায় হস্তান্তর করা হবে।