1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

মানিকগঞ্জে স্কুল শিক্ষককে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

জাহাঙ্গীর আলম বিশ্বাস:

মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ জেলা শহরের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকার এনবিসি ইটভাটার সামনে এই হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে মানিকগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

হামলার শিকার জামাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লেমুবাড়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

তাঁর সহকর্মী, শরীর চর্চা শিক্ষক আবুল হোসেন বলেন, ‘জামাল উদ্দিন আর আমি প্রতিদিন তাঁর মোটরসাইকেলে চড়ে মানিকগঞ্জ জেলাশহরের বাসা থেকে বিদ্যালয়ে যাই-আসি। প্রতিদিনের মতো আজও আমি আর উনি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমাদের মোটরসাইকেল বেতিলা- বালিরটেক সড়কের হিজলাইন এনবিসি ইটভাটা এলাকায় যাওয়ামাত্র দুইজন যুবক জামালকে এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপর পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে আরও দুইজন সেখানে আসে। তাদের বয়াগের ভেতর থেকে চাপাতি বের করে জামাল উদ্দিনকে সকলে মিলে কোপাতে তাকে। একপর্যায়ে সংজ্ঞাহীন অবস্থায় রেখে তারা চলে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় আমি তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসি। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।’

একমাস আগে জামাল উদ্দিনের ভায়ের ছেলে জাহিদকে তুচ্ছ ঘটনায় মারধর করে উত্তর পুটাইল এলাকার সজিব, কাজল, উজ্জ্বলসহ কয়েকজন। এই ঘটনায় জামাল উদ্দিন প্রতিবাদ করেছিলেন এবং থানায় অভিযোগ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারাই আজ এই সকালে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

জামাল উদ্দিনের মাথায় একটি, ডান পায়ে দুটি, বাম পায়ে একটি, ডান হাতে দুটি, বাম হাতে চারটি এবং পিঠে একটি চাপাতির কোপ লেগেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘শিক্ষকের ওপর হামলার ঘটনা শোনার পর দ্রুত হাসপাতালে যায় পুলিশ সদস্যরা। কিন্তু আমাদের সদস্যরা হাসপাতালে গিয়ে তাঁকে পায়নি। হামলার শিকার জামাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে  দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলাকারীদের ধরার জোড় চেষ্টা চলছে।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury