1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে-বরণে মানিকগঞ্জে গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

মহসীন মোহাম্মদ মাতৃক, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে-বরণে গ্রন্থ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি, গবেষক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী(কবি কামাল চৌধুরী)।

শনিবার (৩ জুন)সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদ মানিকগঞ্জের আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মহিউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম(বার),জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দীন,সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, পরিবার পাবলিকেশনের প্রকাশক সোহানুর রহমান শাওন প্রমুখ সহ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও এসময় জেলার বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কবি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন,আজ আমারা যে বুদ্ধিজীবীদের কথা বলছি ,আসলে কেন তাদের হত্যা করা হয়েছে?কেন ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ভয়াবহ গণহত্যা শুরু করা হয়েছিল এবং কারা এই গণহত্যা করেছে,কারা সহায়তা করেছে এগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে।জাতি হিসেবে আমাদের বড় হতে হলে করা গণহত্যা করেছে ,সহায়তা করেছে এগুলো জানা দরকার। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury