স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে আহত ও নিহত পরিবারের সাথে মতবিনিময় করেছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেউথা এলাকায় শিল্পকলা একাডেমিতে স্থানীয় ছাত্র সমন্বয়ক ও নিহত-আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করা হয়।
১০ সদস্যের টিমে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মুমু, মুবাশ্বিরুজ্জামান হাসান মৃদা, মেহরাব হোসেন সিফাতসহ অন্যান্যরা।
এসময় স্বজনরা নিহতদের যথাযথ মর্যাদা ও খুনিদের বিচারের দাবি তোলেন।
সারজিস আলম বলেন, কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে ঐ ফ্যাসিষ্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায় ভাবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করছে। এই কাজগুলা যারা করছে অন্যায়কারী মানে অন্যায়কারী সে যদি পুলিশের হয় পুলিশেরই এইটা দেখার সুযোগ নাই পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। এই জায়গায় আমরা শতভাগ একমত এই সকল কালপিটদের বিচার করতে হবে।