1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক  মানিকগঞ্জ শিশু হাসপাতাল নানা অনিয়ম ও রোগীদেরকে জিম্মি করে দেদারছে ব্যবসা করে যাচ্ছে সরকারি-বেসরকারি শিশু চিকিৎসকেরা মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংকও ত্বকের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির ৪ রকম ব্যবহার চ্যাম্পিয়নস ট্রফি: ভারত ফাইনাল খেললে ম্যাচ দুবাইয়ে সৃজিত-মিথিলার ‘নিস্তব্ধ’ দাম্পত্য জীবন নিয়ে সরব তসলিমা গাজার মতো ধ্বংসের মুখে পড়তে পারে লেবাননও: নেতানিয়াহু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু মানিকগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় বৃষ্টিতে আখ চাষিদের ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার দেখা হয়েছে

আল আমিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বৃষ্টি ও হালকা বাতাসে হেলে পড়েছে  আখ। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা আখ চাষিদের। আখ চাষিদের ক্ষতির শঙ্কা কমাতে পরামর্শের আশ্বাস উপজেলা কৃষি অধিদপ্তরের। 

গতকাল শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি ও হালকা বাতাস হচ্ছে। এই বৃষ্টি ও বাতাসে হেলে ও ভেঙে পড়েছে উপজেলার অধিকাংশ আখ ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন উপজেলার আখ চাষিরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর পাংশা উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ করেছে কৃষকরা। এ মধ্যে বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নেই প্রায় ৪৫০ হেক্টর। প্রতি শতাংশ জমিতে আখ চাষে খরচ হয় ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।

আখ চাষিরা জানান, উপজেলার মধ্যে আমাদের হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নেই বেশি আখ চাষ হয়। এ বছর আমাদের আখের ফলন অনেক ভালো হয়েছিল। ইতিমধ্যে বেশির ভাগ আখ ক্ষেতের বেনি বাঁধা হয়ে গেছে। তবে গতকাল থেকে হওয়া বৃষ্টি ও বাতাসে আখ হেলে পড়েছে। আগামী দুইয়েক দিনের মধ্যে হেলে পড়া আখ না উঠাতে পাড়লে ক্ষতির শঙ্কা বেড়ে যাবে। মাটি শুকিয়ে গেলে আখ উঠাতে গেলে আখ ভেঙে যায়। বর্তমান সময়ে একজন দিনমজুরের দাম প্রায় ৭-৮ শত টাকা। যেখানে একশতাংশ আখ চাষে খরচ হয় ১৫০০ টাকা। সেখানে একজন দিনমজুরের জন্য গুনতে হবে ৭০০ থেকে ৮০০ টাকা। এ বছর আখ চাষে আমাদের ব্যাপক লোকসান হবে বলে জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। আখ চাষিদের দুশ্চিন্তার কিছু নেই। আমরা আখ চাষিদের এ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করবো। আখ চাষিরা আমাদের পরামর্শ গ্রহণ করলে তাদের লোকসান হওয়ার সম্ভাবনা কমে যাবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury