স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবীতে সরকারি দেবেন্দ্র কলেজের চারটি ইউনিট ভেঙ্গে দিল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম।
গত ২৯ আগষ্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল করিম দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা বিএনসিসি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, রোভার স্কাউট বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশেদ সরোয়ার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহাম্মদ ইল্লাহ, গার্ল-ইন-রোভার দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তুহিন সুলতানা, রেড ক্রেসেন্ট অপুরাম ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহত প্রদান করা হয়। এছাড়া লীজ, টেন্ডার ও ক্রয় কমটি, পরিবহন কার্যক্রম পরিচালনা কমিটি ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা কমিটিও ভেঙ্গে দেওয়া হয়।
নাম প্রকাশে অনেচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, কলেজের ছাত্রীনিবাসের হল সুপার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিউলী ইয়াসমিন তাকেও অপসারনের কথা থাকলেও আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতার সুপারিসে ঐ পদে পদায়ন করলেও অদৃশ্য শক্তিতে এখনও তিনি বহাল আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বলেন,পূর্বের কমিটিগুলো আওয়ামী মতাদর্শী শিক্ষকদের দিয়ে করা হয়েছিল। তাদের আমরা অধ্যক্ষ স্যারকে বলি পরে কমিটি ভেঙ্গে দেয়।
এবিষয়ে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শরিফুল ইসলাম খান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে অধ্যক্ষে শেষ কর্মদিবসে উক্ত কমিটিগুলো ভেঙ্গে দেয় অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম। ভেঙ্গে দেওয়া কমিটিগুলো স্ব স্ব বিষয়ে যারা দক্ষ তাদের থেকে গঠন করা হবে।