সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ২৩ জুলাই মানিকগঞ্জের সিংগাইরের তুহিন(২৮) নামের এক যুবক ঢাকা জেলার সাভারন্থ বাসস্ট্যান্ড এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
সেই সুবাধে শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও”আমরা বিএনপি পরিবার”এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান করেন”আমরা বিএনপি পরিবার”।
এসময় বক্তব্যে রাখেন, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের সদস্য মো.শাকিল আহমেদ। এতে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশিদুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যোগাযোগ সম্পাদক আব্দুল আলীম, তাজবির খান, সোহেল রানা ও শাহিনুর ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,নিহত-তুহিন বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সোনারামপু গ্রামের ছগির আহমেদের ছেলে। তিনি সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে তার শ্বশুর বুদ্দু মিয়ার বাড়িতে বসবাস করতেন। তিনি ১ সন্তানের জনক। তার স্ত্রীর নাম রিয়া আক্তা