স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের পুকুর ভরাট করে ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন স্কুলের সাধারন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুরে স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি তুলে দেন তারা ।
শিক্ষার্থীরা জানান, আমরা জানতে পেরেছি আমাদের বিদ্যালয়ের সামনের পুকুরটি ভরাট করে দালান নির্মাণ করা হবে । পুকুরটি আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যের অন্যতম বাহক এবং পরিবেশ সংরক্ষণের একমাত্র মাধ্যম।
তারা আরও বলেন, আমাদের বিদ্যালয়ের পূর্ব পাশের জায়গাটি আমাদের বিদ্যালয়ের নামে যার সকল কর ও রাজস্ব আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর পরিশোধ করে। জায়গাটি নিয়ে পার্শ্ববর্তী স্কুল ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে একটি মামলা চলমান রয়েছে। সাবেক জেলা প্রশাসক ও এমপি মহোদয় এর একটি মীমাংসা করে দেন। যার ফলে ঐ স্থানে (পূর্বপাশের জায়গা) ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা বা সোয়েল টেস্ট করা হয় কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নিম্ন আদালতে প্রহসনমূলক রায়ের ব্যবস্থা করে। আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ মামলাটি উচ্চ আদালতে রিট আপিল করেছে। আমরা বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা চাই পুকুরটি ভরাট না করে উক্ত স্থানে (পূর্বপাশের জায়গা) ভবনটি নির্মাণ করা হোক এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ভবন নির্মাণের সকল কার্যক্রম স্থগিত করা হোক।##