সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সুরেন্দ্র কুমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার দুপুরে এস.কে (সুরেন্দ্র কুমার) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংলাদেশ সরকারি মাধমিক শিক্ষক সমিতির ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক রমজান আলী।
এস.কে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আধাঘন্ট্যাব্যাপী এই মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক রেবেকা জাহান, সহকারী প্রধান শিক্ষক এস.এ শিলু বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের উপর যে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গতকাল শিক্ষাভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এ হামলা চালায়। এতে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, আবুল কালাম আজাদ আহত হন। এই হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষকদের এই কর্মসূচী পালন করা হয়।