স্টাফ রিপোর্টার :
সাধারণ শিক্ষকগণের পক্ষে সততার সাথে লড়াই করতে গিয়ে প্রজেক্ট থেকে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আজ বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে শহীদ রফিক সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিদুর রহমান ও আবুল কালাম আল আজাদ।
মফিদুর রহমান বলেন, সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ধাপে ধাপে অন্যান্য বড় পদে যাওয়ার বিধান রয়েছে। কিন্তু তাঁরা পদোন্নতি পাচ্ছেন না। কিন্তু সরকারি বিধান ভঙ্গ করে প্রজেক্ট থেকে আসা উপজেলা শিক্ষা অফিসারগণ সহকারি পরিচালক, উপ-পরিচালক ও পরিচালক পদে পদোন্নতির দাবি তুলছে। এরই জের ধরে, গতকাল শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষকদের উপর প্রজেক্ট থেকে আসা কর্মকর্তাদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবী জানান তিনি।