1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী কবির হোসেনকে বেধরক মারধর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার ইন্তেকাল নিম্নমানের রেডিমিক্সে পিসি গার্ডার তৈরী, সিংগাইরে চান্দহর ব্রীজের নির্মাণ কাজ ৭ বছরেও সম্পন্ন হয়নি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার বাবা ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে গেজেট বাতিলের আবেদন মানিকগঞ্জে এবার ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল দৌলতপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এস.এ জিন্নাহ কবিরের প্রচারণা মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু মানিকগঞ্জে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির  জেলা সমন্বয় কমিটি গঠন  এবারও গড়পাড়া ইমাম বাড়ী থেকে বের হবে শোক মিছিল, সাংবাদিকদের সাথে মতবিনিময় তা‌রেক রহমা‌নের ঘোষিত ৩১ দফা বাস্তবায়‌নে যুবদ‌লের আলোচনা সভা

বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন: মানিকগঞ্জ জেলা বিএনপির হাজারো নেতাকর্মী শুভেচ্ছা জানাতে ঢাকায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি: চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় নেমে এসেছে উৎসব মুখর পরিবেশ। 

আজ মঙ্গলবার (৬ মে) সকালে চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার সার্বিক সহযোগীতায় ও দিকনির্দেশনায় কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে এসে জমায়েত হন।

নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। “খালেদা জিয়া তোমায় স্বাগতম”, “গণতন্ত্রের মা ফিরে এসেছেন”—এমন নানা স্লোগানে মুখরিত হয় চারপাশ। অনেকে দলীয় পোশাক ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার নিয়ে উপস্থিত হন, যার ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আফরোজা খান রিতা বলেন, “আমাদের নেত্রী, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া আজ দেশে ফিরেছেন। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকায় এসেছি।”

এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, সাবেক যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদ্লের সভাপতি আব্দুল খালেক শুভ সহ প্রায় ৭/৮ হাজার নেতাকর্মী।  

অপরদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী  মানিকগঞ্জ থেকে ঢাকায় যায় শুভেচ্ছা জানাতে। এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় আজ আরও কয়েকটি জেলা থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। কেন্দ্রীয় বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার আগমনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সৃষ্টি করবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury