স্টাফ রিপোর্ট ার: মানিকগঞ্জে চাঁদাবাজির ঘটনা ধামাচাপার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় জহিরুল ইসলাম (২০) নামের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১০ মে) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার পারতিল্লি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সন্ধ্যায় তিল্লি ইউনিয়নের জোওলার মোর এলাকায় তাকে মারধর করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
আহত জহিরুল ইসলাম মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি চর-তিল্লি এলাকার পরশ আলীর ছেলে। সে উচ্চ মাধ্যমিক শেষ করে অধ্যায়নরত।
মানববন্ধনে পার-তিল্লি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ লাভলু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তিল্লি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ চুন্নু, সাটুরিয়া উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা জীবন, ইউনিয়ন যুবদলের সদস্য সানোয়ার হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তিল্লি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ চুন্নু বলেন, বিএনপি’র নাম ভাঙিয়ে তিল্লি ইউনিয়নের একদল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। এলাকার নিরীহ অসহায় মানুষ তাদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ। চাঁদা না দিয়ে প্রতিবাদ করলে তারাই মারধরের শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমরা এখন নিরুপায়। আমরা চাই এই চাঁদাবাজি বন্ধ হোক, এলাকায় শান্তি ফিরে আসুক।
দ্রুত সময়ে চাঁদাবাজি বন্ধ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করেন মানববন্ধনে আগতরা।
তিল্লী ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম (৪০), সাংগঠনিক সম্পাদক মো. রিপন (৩২), সাটুরিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল (২৮), সাটুরিয়া থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জ্বল হোসেন (৩৩) এবং জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম (৩২), যুবদল কর্মী সাগর আহমেদ (২৩), ছাত্রদল কর্মী রাজিব (২৪) এই চাঁদাবাজি এবং মারধরের সাথে জড়িত বলে মানববন্ধনে উপস্থিত বক্তারা জানিয়েছেন।