প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জমির মালিকেরা। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়াহীরচর জান্নাকান্দি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন কর্মসূচিতে ভূক্তভোগী ব্যক্তিরা জানান, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্ৰাম এলাকা থেকে বায়রা খেয়া ঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার আঞ্চলিক সড়কটির সংস্কার এবং পাকাকরণের কাজ শুরু হয়। সড়কটির জান্নাকান্দি এলাকায় এসে ৫ টি দাগের ব্যক্তিগত ছয়জন ব্যক্তির মালিকানাধীন ৫০ শতক কৃষিজমিতে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। রাস্তার জন্য সরকারের জমি প্রয়োজন হলে তা অধিগ্রহণের মাধ্যমে জমির মালিকদের পাওনা বুঝিয়ে দিবে। তবে জমি অধিগ্রহণ না করে ও ক্ষতিপূর্ণ না দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে।
জান্নাকান্দি গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ মহিম (৪৬) বলেন, ‘আমাদের বাপ-দাদার আমলের জমি। হালনাগাদ খাজনা পরিশোধ করা। সেই জমি দখলে নিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমরা রাস্তার বিপক্ষে না। কিন্তু সরকারি বিধিঅনুযায়ী অধিগ্রহণ করে ও ক্ষতিপূরণের টাকা না দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকার দাবির বিষয়টি এলজিইডি অফিসে গিয়ে একাধিকবার জানালেও কোনো প্রতিকার পাইনি।’
একই গ্রামের আনেস মোল্লা (৬৫) নামের আরেক ভুক্তভোগী বলেন, দুই বছর হয় সড়কের কাজ শুরু হয়েছে। তবে জমি অধিগ্রহণ না করে ও জমির মূল্য বাবদ ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। পাওনা বুঝে পাওয়া না পর্যন্ত ঠিকাদারকে কাজ করতে দেওয়া হবে না।
এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ওই সড়কে জমি অধিগ্রহণে কোনো প্রকল্প এলজিইডির নেই। অধিগ্রহণ ছাড়াই ওই সড়কে উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজেই জমির মালিকদের টাকা দেওয়া সম্ভব নয়।