দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনোয়ার হোসেন মোল্লা দৌলতপুর উপজেলা পরিষদ ও দৌলতপুর থানা পরিদর্শন করেছেন।
গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক দৌলতপুর উপজেলা অফিসে আসলে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেনসহ, উপজেলার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন।
পরে দৌলতপুর থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শনও করেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুনকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহাসিন উল হাসান প্রমুখ।