আব্দুল মোতালেব,সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৩০ টি অসহায় পরিবারের মাঝে আলহাজ্ব এম এ সাত্তার খান ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ,অন্ধ, পঙ্গু, প্রতিবন্ধী, এতিম, প্যারালাইজড, গরীব মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ছোট কালিয়াকৈর বাজার মাঠে বলধারা ইউনিয়নের ৩০ টি পরিবারের মাঝে একটি করে ছাগল তুলে দেন আলহাজ্ব এম এ সাত্তার ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এডভোকেট মোস্তাফিজ বিশ্বাস মিলন ।
এডভোকেট মোস্তাফিজ বিশ্বাস মিলন বলেন,সারা বছর এই কর্মসূচী উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়েক্রমে চলমান থাকবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এম এ সাত্তার খান এর অর্থায়নে ও নির্দেশনায় এ ছাগল বিতরন কর্মসূচী অব্যাহত থাকবে ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন মতিয়ার রহমান, ওসমান গনি, আ: করিম সারেং, আসমান হোসেন,রাজিব খান, নাজিমুদ্দিন সরদার, বাদশা সরদার, নূরুল ইসলাম চানগাজী, মোজাম্মেল হোসেন, আবুল হাসেম,৩০ টি পরিবারের ছাগল গ্রহণকারীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।