রকিবুল হাসান বিশ্বাস, স্টাফ রিপোর্টার, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার জামসা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও জামসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাশেম খান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ— —রাজেউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে দক্ষিণ জামসা গ্রামের নিজ বাড়ি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকাল ১ স্ত্রী, ৬ ছেলে,৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১ টায় দক্ষিণ জামসা ঈদগাহ মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ দিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একাধিকবার কারাবাস করেছেন।তিনি দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জামসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন ও করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ জেলা যুবদলনেতা এ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।