স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা-এর নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলাধীন কালীবাড়ি রোড ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ০২টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে সহায়তা করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল হান্নান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা ইসলাম অজন্তা জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।