স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মে) সন্ধায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীঘলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন খান নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে নান্নু বলেন, বিএনপি’র যারা অবহেলিত, ১৫ বছর যারা কষ্ট করেছেন, যারা কথা বলতে পারে নাই নিরীহ ভোটার যারা তাদেরকে উজ্জীবিত করা এক জায়গায় এনে এদেরকে সাহস সঞ্চয় করা এই কর্মশালার উদ্দেশ্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে রিতা আপার দৃঢ় প্রতিজ্ঞায় প্রত্যেকটা নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম কর্মশালার আয়োজন করার জন্য। আজকে আমি স্বার্থক এখানে এলাকার মা বোন ও মুরুব্বিরা উপস্থিত হয়েছেন।
এসময় দীঘলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সকেল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলি মেম্বারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আওয়াল হোসেন, সাইদুর রহমানসহ অন্যান্যরা।