মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জে রোববার রাতে প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরে শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে এই সমাবেশের আয়োজন করে জেলা কৃষক দল।
এতে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান খান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক প্রমুখ।
সভাপতিির বক্তব্যে গোলাম কিবরিয়া সাঈদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও কৃষকের কল্যাণে খাল খনন থেকে শুরু করে সার, বীজ ও সেচের ব্যবস্থা করেছিলেন। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায়ও কৃষকের অধিকারের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কৃষক ন্যায্য অধিকার ফিরে পাবে।