আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
খবর বিবিসি থেকে জানা যায়, রবিবার (১৯ মে) তার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮২ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে ।
এতে বলা হয়, জো বাইডেন গত সপ্তাহে প্রসাবজনিত সমস্যার কারণে একজন চিকিৎসকের কাছে যান। এরপর পরীক্ষা-নিরীক্ষা করা হলে শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর উভয় রাজনৈতিক পক্ষ থেকেই তার প্রতি সমবেদনা জানানো হয়।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প “জো বাইডেনের এ খবরে শোকাহত।” তারা দ্রুত জো বাইডেনের আরোগ্য কামনা করেন।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্সে এক পোস্টে লেখেন, তিনি ও তার স্বামী জো-বাইডেনকে প্রার্থনায় রেখেছেন।
তিনি লেখেন, “আমি জানি জো একজন যোদ্বা। এই চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি তার আছে।”
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলও এই বিষয়ে পোস্ট করেন।
ওবামা লেখেন, “জো বাইডেনের চেয়ে ক্যান্সারের চিকিৎসার অগ্রগতি জন্য আর কেউ এতো বেশি চেষ্টা করেননি। আমি নিশ্চিত, তিনি এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তার চিরচেনা দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
মার্কিন ইতিহাসে সব থেকে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন। জো বাইডেন তার স্বাস্থ্য ও বয়সজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে হন।