বরিশালে বাস, কার্ভাডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি জিয়াউল আহসান বলেন, বুধবার বিকাল ৫টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সের ৬ জন যাত্রী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়াও এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে বলেও জানান ওসি জিয়াউল আহসান।