বৈশাখের রঙ লেগেছে সিয়াম-লুইপার মনে। ভিন্ন রকম এক মিউজিক ভিডিতে মডেল হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তারা। গানটির নাম ‘জেন্টেলম্যান’। অভিনয়ের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন লুইপা। বৈশাখের ছুটিতে ঘরে ফিরেছেন প্রিয় মানুষটি। তার তাকে নিয়েই যেন রঙিন হয়ে উঠেছেন লুইপা। ভিডিওটিতে দেখা যাচ্ছেন এমনটাই। ১১ এপ্রিল ম্যাক্স ব্যাগ ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়েছে গানটি। মূলত, পহেলা বৈশাখকে উপলক্ষ্য করে ‘জেন্টেলম্যান’ গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীত করেছেন আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। প্রসঙ্গত, জিনিয়া জাফরিন লুইপা এ প্রজন্মের একজন সঙ্গীতশিল্পী। বেসরকারি টিভি চ্যানেল আইয়ে প্রচারিত ‘সেরা কণ্ঠ’ সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে তার উত্থান। এছাড়া তিনি উপস্থাপনাও করে থাকেন। অন্যদিকে, অভিনেতা সিয়াম আহমেদ নাট্য জগতের মানুষ। ইতিমধ্যে অনেক জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে ফেলেছেন। সম্প্রতি নাম লিখিয়েছেন রূপালী পর্দায়ও।