1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সদস্য জাপান গমনেচ্ছুকদের নিয়ে অবহেলার অভিযোগ সাটুরিয়ায় বিএনপি’র সদস্য নবায়ন ফরম বিতরণ সাটুরিয়ায় আ. লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়াতে থানা ঘেরাও সিংগাইরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা কারাগার ও উচুটিয়া মাদরাসার আয়োজনে মশক নিধন কার্যক্রম আজ পবিত্র আশুরা, মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ী থেকে ১০১তম শোক মিছিল বিকেলে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মা আর নেই মানিকগঞ্জে শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ঘিওর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এস এ জিন্নাহ কবীর

কোটা আন্দোলনে তাণ্ডব ও শক্তিমান হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়

  • প্রকাশের সময় : শনিবার, ৫ মে, ২০১৮
  • ১০৬৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে অপশক্তি রাজনৈতিক ভাবে প্রভাবিত করে তাণ্ডব চালানো আর নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬৬তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে আজও রক্তপাত হলো। শান্তির মধ্যে অস্থিরতা তৈরির জন্য একটা মতলবি মহল সক্রিয়। বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা অনেকের ঈর্ষার কারণ। তারা সোজা পথে পারে না, বাঁকা পথে আসে। আলোতে পারে না, অন্ধকারের আশ্রয় নেয়, রক্তপাতের আশ্রয় নেয়, ষড়যন্ত্রের আশ্রয় নেয়। ‘অপশক্তি সক্রিয় বলেই কোটা সংস্কার আন্দোলনে ঢাবি উপাচার্যের (ভিসি) বাড়িতে একাত্তরের নারকীয় তাণ্ডবের পুনরাবৃত্তি হয়। এ বছর অনেক অঘটন ঘটার পায়তারা হচ্ছে, চক্রান্ত চলছে। নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’  বিএনপির নির্বাচনে না আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবারও বিএনপি নির্বাচনে না আসলে না আসুক, কিন্তু নির্বাচন বর্জন করে গতবারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন থেমে থাকেনি, এবারও থেমে থাকবে না।   সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন একটি বৈধ নির্বাচন। এর প্রমাণ সিপিইউ ও আইপিএ-এর সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সদস্যের এই দুইটি আন্তর্জাতিক সংগঠনে সভাপতি নির্বাচিত হওয়া। ছাত্রলীগের কমিটি গঠন বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিটি করলে অভিযোগ তো আসবেই। আমাদের কাছেও অভিযোগ আসছে। মাথা ব্যাথা হলে তো মাথা তো আর কেটে ফেলা যায় না। সমাধানের চেষ্টা আছে।  অনুষ্ঠানে খেলাঘর সংগঠক কামাল চৌধুরী ও নুরুর রহমান সেলিমকে বজলুর রহমান স্মৃতি পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury