স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুইজন মারা গেছে। নিহত স্কুলছাত্রের নাম সাইফুল ইসলাম অন্তর (১২) । সে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে তালুকনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান বলেন, বেলা পৌনে দুইটার দিকে স্কুলের শিক্ষার্থীরা মধ্যান্হ বিরতিতে ওই বিদ্যালয়ের গেটে দাড়িয়ে চানাচুর-বিস্কুট খাচ্ছিল। এসময় বজ্রপাতে বিভিন্ন শ্রেণীর ১১ জন শিক্ষার্থী আহত হয়। মারাতœকভাবে আহত সাইফুল ইসলাম অন্তর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত অন্যান্যদের দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়। নিহত আরেক জনের নাম ইয়াকুব আলী শেখ (৪৮) । তিনি দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। নিহতের পরিবারে উদ্ধৃতি দিয়ে বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সকাল নয়টার দিকে কৃষক ইয়াকুব ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাতে মারাত্বক আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।