মো:আজিজুল হাকিম :ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ দর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাপাতালে ভর্তি করে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারনে ওই এলাকায় প্রায় এক ঘন্টা যানাবাহন চলাচল করতে পারেনি।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হানিফ সরদার জানান, সাউদিয়া পরিবহনের একটি যাত্রবাহীবাস ঢাকা থেকে পাটুরিয়া যাওয়ার পথে বানিয়াজুরী এলাকায় একটি ট্রাককে ওভারটেক করলে সামনে একটি মোটরসাইকেল এসে যায়। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।