স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৬ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের শাহপুর বাদশা কোম্পানির কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ফরহাদ (৩৮), শ্যামল কুমার সাহা (৪০)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।