ধামরাই প্রতিনিধি : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের জনসভাস্থল। শনিবার বিকেলে চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের মঞ্চ বানিয়ে জনসভা অনুষ্ঠিত হয়। ধামরাইয়ে এটাই প্রথম নৌকা প্রতীক বানিয়ে মঞ্চ করে জনসভার আয়োজন করা হয়েছে।
চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম। জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব, উপজেলা কৃষকলীগের সভাপতি আহামদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বতর্মান এমপি এম এ মালেকের অত্যাচারে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে। যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে পিটিয়ে কুপিয়ে হাতপা ভেঙ্গে দিয়েছে মালেক সাবের সন্ত্রাসী বাহিনী। বর্তমান এমপিকে ইঙ্গিত করে বেনজীর আহমদ বলেন, সাড়ে চারবছর ধামরাইয়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে আসছে। চৌহাট ইউনিয়নে কোন উন্নয়নমূলক কাজ করেনি। ধামরাইয়ে উল্লেখযোগ্য কোন উন্নয়নও হয়নি। উন্নয়ন হয়েছে শুধু তার পরিবারের।
এদিকে শুক্রবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমতা এলাকায় ঐতিহ্যবাহী ভবা পাগলার মেলা উদ্বোধন করেন এমপি এম এ মালেক।